GST- কৃষি গুচ্ছ ক্র্যাশ কোর্সে ভর্তি চলছে...

উদ্ভাস | Apr 28, 2021

প্রিয় GST - কৃষি গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,

করোনা মহামারির কারণে এক বছরের বেশি সময় ধরে তোমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। বন্ধ আছে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাও। এতে তোমাদের ধারাবাহিক পড়ালেখার প্রস্তুতিতে অনেকটা নেতিবাচক প্রভাবও পড়েছে। কিন্তু মনে রাখবে, সকল প্রতিবন্ধকতা এড়িয়ে তোমাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ; কারণ এর মাধ্যমে তোমরা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের জীবনে পদার্পন করবে। তাই এত বছরের লালিত স্বপ্ন, একটু উদাসিনতার কারণে খেই হারাতে পারে না।

তোমরা জানো, ইতিমধ্যে GST এবং কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষার তারিখও। তাই স্বপ্নপূরণে সিদ্ধান্ত নেওয়ায়; এখন দ্বিধা-দন্দের সময় নয়। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে পারনি বা যাদের একনিষ্ঠ লক্ষ্য GST এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা। তাদের লালিত স্বপ্নের পূর্ণতায় GST-কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে পারে সুবর্ণ সুযোগ।

আর তাই তোমাদের স্বপ্নপূরণের সহযোগী হিসেবে আমরা আয়োজন করেছি “GST-কৃষি গুচ্ছ ক্র্যাশ কোর্স। যা তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণে শতভাগ সহায়ক হবে। এছাড়া যাদের পছন্দ শুধু GST গুচ্ছ ভর্তি পরীক্ষা তাদের জন্য রয়েছে “GST গুচ্ছ ক্র্যাশ কোর্স” এবং যাদের লক্ষ্য শুধু কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা তাদের জন্য রয়েছে “কৃষি গুচ্ছ ক্র্যাশ কোর্স”। উল্লেখ্য যে, যারা অন্যান্য ভর্তি প্রস্তুতির পাশাপাশি গুচ্ছ পদ্ধতির সম্পূর্ণ প্রস্তুতি নিতে চাও তাদের জন্যেও এই কোর্স সর্বোচ্চ উপযোগী।

প্রত্যাশা করি এর মাধ্যমে GST-কৃষি গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে- লাইভ ক্লাস, ভিডিও রিপ্লে, PDF ক্লাসনোট, লাইভ এক্সাম, মানসম্মত স্টাডি ম্যাটেরিয়ালস এবং SMS রেজাল্টসহ অনন্য সব সেবাসমূহ।

অপ্রত্যাশিত কারণে কোনো শিক্ষার্থী সিডিউলকৃত লাইভ ক্লাসগুলো মিস করলে, ওয়েবসাইটে সংরক্ষিত রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে। প্রতিটি লাইভ ক্লাসের রয়েছে মাল্টিকালার PDF ক্লাসনোট। শিক্ষার্থীদের সুষম প্রস্তুতি নিশ্চিতকরণে এই কোর্সে রাখা হয়েছে সর্বমোট ১৩টি সলভ ক্লাস (GST-০৮+কৃষি-০৫) এর পাশাপাশি সর্বমোট ৬৪ সেট (GST-৩০ সেট+কৃষি-৩৪ সেট) এক্সাম এর ব্যবস্থা।

রুটিন ডাউনলোড করোভর্তি হতে ক্লিক করো 

 

GST গুচ্ছ ক্র‌্যাশ কোর্স বিবরণী:

  • সলভ ক্লাস: ০৮টি
  • সর্বমোট এক্সাম: ৩০ সেট

          *লাইভ এক্সাম: ১৫ সেট

          *প্র‌্যাকটিস এক্সাম: ১৫ সেট

  • বিজ্ঞান ও প্রযুক্তি প্রশ্নব্যাংক

কৃষি গুচ্ছ ক্র‌্যাশ কোর্স বিবরণী:

  • সলভ ক্লাস: ০৫টি
  • সর্বমোট এক্সাম: ৩৪ সেট

         *লাইভ এক্সাম: ১৭ সেট

         *প্র‌্যাকটিস এক্সাম: ১৭ সেট

  • কৃষি প্রশ্নব্যাংক

 

কোর্স ফি:

  • GST গুচ্ছ ক্র‌্যাশ কোর্স: ১৫০০/-  [৫০০/- ছাড়ে ভর্তি চলছে…]
  • কৃষি গুচ্ছ ক্র‌্যাশ কোর্স: ১৫০০/-  [৫০০/- ছাড়ে ভর্তি চলছে…]

[GST এবং কৃষি গুচ্ছ ক্র‌্যাশ কোর্সে একত্রে ভর্তি হলে ৫০% ছাড়!]

 

★ অনলাইনে ক্লাস ও পরীক্ষা পদ্ধতি:

* Live Class অনুষ্ঠিত হবে Zoom App এর মাধ্যমে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে আগে থেকেই নিজের মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপে Zoom App Install করে রাখার জন্য অনুরোধ করা হল।

* Live Class & Exam দিতে udvash.com এই ওয়েবসাইটে গিয়ে 'অনলাইন ক্লাস ও পরীক্ষা' মেন্যুতে ক্লিক করো। ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে উক্ত প্রোগ্রামে তোমার ভর্তিকৃত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে Login করো।

* Daily Live Exam গুলো রুটিনে উল্লেখিত তারিখ অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে একজন শিক্ষার্থী উক্ত Live Exam-এ একবারই অংশগ্রহণ করতে পারবে। তবে অধিক অনুশীলনের জন্য শিক্ষার্থীরা একই সিলেবাসের Practice Exam এ একাধিকবার অংশগ্রহণ করতে পারবে ।