HSC মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা-ইংলিশ ফ্রি কোর্স

HSC 2024 মানবিক বিভাগের যেসকল শিক্ষার্থীর মূল লক্ষ্য বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণ দখল অর্জন করার মাধ্যমে HSC বোর্ড পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা এবং সেই সাথে বিষয় দুটিতে বেসিক কনসেপ্ট ক্লিয়ার রেখে ভবিষ্যতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে একধাপ এগিয়ে রাখা। তাদের জন্য বাংলা-ইংলিশ বিষয়ের উপর দীর্ঘস্থায়ী সুষম প্রস্তুতির লক্ষ্যে উদ্ভাস এর আয়োজন- ‘‘HSC মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা-ইংলিশ ফ্রি কোর্স”।

Image

এই প্রোগ্রামের কোর্সসমূহ

প্রিয় HSC-2024 মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা ইতোমধ্যে জেনেছ যে, আগামী জুনে তোমাদের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই বলা যায় বোর্ড পরীক্ষার জন্য তোমাদের হাতে খুব বেশি সময় নেই। এজন্যই এখন থেকেই প্রতিটি বিষয়ের উপর পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা খুবই জরুরি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে কলেজের গ্রুপভিত্তিক বিষয়গুলোতেই বেশি জোর দেয়। ফলে বাংলা-ইংলিশ বিষয়ে তাদের প্রস্তুতির মান অনেকাংশে কম হয়ে থাকে। অথচ বোর্ড পরীক্ষার ভালো রেজাল্ট অর্জন করতে সামগ্রিকভাবে সকল বিষয়ে ভালো রেজাল্ট অর্জন করা সমান গুরুত্বপূর্ণ। তাই বোর্ড পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে অন্যান্য বিষয়ের মতো বাংলা-ইংলিশ বিষয়ে ভালো ফলাফল অর্জন করার কোনো বিকল্প নেই।


এছাড়াও বোর্ড পরীক্ষা পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষাতেও সফলতার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি বিষয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের এখন থেকেই বাংলা ও ইংরেজি বিষয়ে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার মাধ্যমে বিষয় দুটিতে পূর্ণ দখল অর্জন করতে হবে। মূলত এ লক্ষ্যেই HSC 2024 মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অনলাইনে উদ্ভাস এর আয়োজন ‘‘HSC মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা-ইংলিশ ফ্রি কোর্স” কার্যক্রম। যেখানে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) অনলাইনে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। যার মাধ্যমে তোমরা HSC বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বাংলা-ইংলিশ বিষয়ে পরিপূর্ণ দখল অর্জনের মাধ্যমে ভবিষ্যতের সকল পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে পারবে।

 

বি:দ্র: ভার্সিটি ‘খ’ এডমিশন প্রোগ্রাম 2024-এ ভর্তিকৃত এবং Civics Star-এ রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের আলাদাভাবে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।


► শুরু: ১৯ এপ্রিল, ২০২৪
► একনজরে কোর্স বিবরণী:

  • প্রতি শুক্র ও শনিবার লাইভ ক্লাস (সন্ধ্যা ৭টা)
  • বাংলা ক্লাস - ৮টি
  • ইংলিশ ক্লাস - ৮টি
  • ডেইলি MCQ এক্সাম - ১৬টি